রাজ্যের খবর

বাসন্তীতে অ্যাম্বুলেন্স উল্টে দুর্ঘটনা, আহত তিন

Ambulance overturns in Basanti, three injured

Truth Of Bengal: মঙ্গলবার রাত প্রায় দশটা। চারপাশে তখন নিস্তব্ধতা, অনেকেই দিনের ক্লান্তি শেষে বিশ্রামে। ঠিক সেই সময় বাসন্তী থেকে গদখালির দিকে দ্রুতগতিতে ছুটে আসছিল একটি সরকারি মাতৃ জননী পরিষেবা প্রদানকারী ১০২ নম্বর অ্যাম্বুলেন্স। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে রাস্তার ধারে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়ায় এলাকায়।

দুর্ঘটনার ফলে অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা তিনজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। এরমধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। তবে সৌভাগ্যক্রমে, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে জল দিয়ে কোনো রকমে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের তাৎক্ষণিক তৎপরতাই বড়সড় বিপদ থেকে বাঁচিয়েছে আহতদের।

স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠান। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হল, দুর্ঘটনার পর আহত গাড়িচালক সেখান থেকে পালিয়ে যায়। এ নিয়ে উঠছে নানা প্রশ্ন — চালক কি নেশাগ্রস্ত ছিলেন? কেন তিনি ঘটনাস্থল ত্যাগ করলেন?

খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটিকে সোজা করে রাস্তার পাশে সরিয়ে রাখে, যাতে যান চলাচলে ব্যাঘাত না ঘটে।

বিগত কয়েক মাস ধরেই একের পর এক দুর্ঘটনা ঘটছে এই এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি, সরকারি পরিষেবা প্রদানকারী যানবাহনগুলির নিয়মবিধি ও চালকদের প্রশিক্ষণ নিয়েও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ।

Related Articles