আলোক উজ্জ্বল পুর এলাকা, খুশি চন্দ্রকোনাবাসী

The Truth of Bengal: বাম জমানায় অন্ধকার আচ্ছন্ন ছিল রাজ্যের গ্রামগুলি। টিমটিম করে জ্বলতো পথ বাতি। কোথাও আবার অন্ধকারাচ্ছন্ন রাস্তা। রমরমিয়ে চলত অসামাজিক কার্যকলাপ। দীর্ঘ 12 বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আলোক উজ্জ্বল হয়েছে রাজ্যের পুর এলাকা থেকে পঞ্চায়েত এলাকা গুলি। গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে বসেছে উঁচু আলোক স্তম্ভ।
অসামাজিক কার্যকলাপ রুখতে ও মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ছোট রাস্তা গুলিতে বসানো হয়েছে হাই পাওয়ার এলইডি লাইট। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভা এলাকায় বেশ কয়েকটি রাস্তায় আলো কম থাকায় সমস্যায় পড়তে হতো এলাকাবাসীদের। নিরাপত্তাহীনতায় ভুগতেন মহিলারা। চন্দ্রকোনা বাসির সুবিধার্থে উদ্যোগ নেয় চন্দ্রকোনা পুরসভা। ৪০ লক্ষ টাকা ব্যয় পুরসভার মোট 12 টি ওয়ার্ডে বসানো হয়েছে হাই পাওয়ার লাইট।
দুর্গাপুজোর আগে থেকেই এই কাজ শুরু হয়, ইতিমধ্যে শেষ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। আর কদিন পরে নতুন বছর তার আগে সেজে উঠলো চন্দ্রকোনা পুর এলাকা।দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় খুশি চন্দ্রকোনা বাসী। এলাকার সাধারণ মানুষ ও মহিলাদের কথা মাথায় রেখে পুর এলাকাকে আলোক উজ্জ্বল করায় প্রশাসনকে ধন্যবাদ জানায় এলাকাবাসী।আগামী দিনে চন্দ্রকোনা পুরসভার সার্বিক উন্নয়নে আরও একাধিক পদক্ষেপের পথে চন্দ্রকোনা পুরসভা।