কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ভুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত অখিল গিরি
Akhil Giri attacked while trying to catch fake voters in Kanthi Cooperative Bank elections

Truth Of Bengal: কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ভুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত হলেন বিধায়ক অখিল গিরি।অখিল গিরির হাতে আঘাত লাগে। তৃণমূল বিধায়কের অভিযোগ,বিজেপির লোকজন হামলা চালিয়েছে তাঁর ওপর। সমবায় ভোটে বিজেপির বাহুবলীদের দাপট নিয়ে সমালোচনায় তৃণমূল কংগ্রেস। হিংসা ছড়িয়ে মানুষের মন জেতা যাবে না,পাল্টা সরব তৃণমূল নেতৃত্ব।
সমবায় নির্বাচনে ভুয়ো ভোটার ইস্যু। তাতেই সরগরম কাঁথি। আর কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ভুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত হলেন বিধায়ক অখিল গিরি। রামনগর কলেজের ভোটকেন্দ্রে বেশ কয়েকজন ভোটার আধার কার্ড-সহ বেশ কয়েকটি পরিচয়পত্রের জেরক্স কপি নিয়ে ভোট দিতে যান। পুলিশ তাঁদের আসল পরিচয়পত্র দেখাতে বলেন। জেরক্স কপি নিয়ে ঢুকতে বাধা দেন। তারই প্রতিবাদ করেন অখিল গিরি।
বিধায়কের দাবি, সমবায় ব্যাঙ্ক থেকে গাড়ি পাঠিয়ে ভুয়ো ভোটারদের ভোট দিতে আনা হচ্ছে। ইতিপূর্বে একাধিক ভোটার জেরক্স কপি নিয়ে ভোট দিতে আসেন। অভিযোগ, অখিল গিরি ভোটের সময় অবৈধ ভোটারদের বাধা দেওয়ায় হাতে চোট পান অখিল গিরি। দলীয় কর্মী-সমর্থকরা তাঁকে উদ্ধার করেন। হাতে বরফ লাগিয়ে দেওয়া হয় অখিল গিরি এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আঘাত পাওয়ার আগে থেকেই বিরোধী শিবিরের ভূমিকার কড়া সমালোচনা করেন তৃণমূল বিধায়ক।
কাঁথির সমবায় ব্যাংকের ভোট নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। কাঁথির ARDB ব্যাংকের ভোট ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়। কৃষি সমবায় ভোটে ভোটার টানাটানি ঘিরে উত্তেজনা কাঁথি শহরে। কাঁথি শহরের জাতীয় বিদ্যালয় ভোট কেন্দ্রের অদূরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলে জোর কদমে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী যায়। পুলিশ খবর পেয়ে সক্রিয়তা বাড়ায়।