রাজ্যের খবর

রামনবমীর আগেই পুলিশের নিরাপত্তায় হাওড়ার সাঁকরাইলে অস্ত্র হাতে মিছিল

Ahead of Ram Navami, police take out procession in Howrah's Sankrail

Truth Of Bengal: রবিবার রামনবমী। তার আগে শনিবার বিকেলে রামনবমীর প্রাক্কালে অস্ত্র সহ শোভাযাত্রা বের হয় হাওড়ার সাঁকরাইলে। অন্যান্য বছরের মতো এদিন অস্ত্র হাতে এই মিছিল হয়। প্রশাসনের তরফ থেকে এদিন আঁটোসাটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। সাধারণ মানুষের মধ্যে শোভাযাত্রা ঘিরে উন্মাদনা ছিল।

প্রতি বছরের মতো এবারেও রামনবমী উপলক্ষে এই মিছিল হয় হাওড়ায়। রামনবমীর আগের দিন বিকেলে হাওড়ার সাঁকরাইলে ত্রিশূল, তরোয়াল প্রমুখ অস্ত্র সহকারে মিছিল হয়। জয় শ্রীরাম স্লোগান দিয়ে মিছিলে অংশ নেন হাজারেরও বেশি ধর্মাবলম্বী মানুষ। বর্ণাঢ্য ওই মিছিল এদিন বিভিন্ন পথ পরিক্রমা করে। বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর তরফে ঋতু সিং বলেন, কম করেও রামের জন্মদিন এক সপ্তাহ পালন করা উচিৎ।

হাইকোর্ট যেভাবে অনুমতি দিয়েছে সেইভাবে শোভাযাত্রা নিয়ে বেরনো হবে। এদিনের মিছিলের এক উদ্যোক্তা বলেন, প্রতি বছর হাওড়া সাঁকরাইলে রামনবমীর একদিন আগে শোভাযাত্রা বের হয়। কারণ রামনবমীতে অন্য কর্মসূচি থাকে। প্রতি বছরই আমরা এই রামনবমীর শোভাযাত্রা করে থাকি। অন্যদিকে, রবিবার রামনবমীর প্রাক্কালে শনিবার শহরের পরিস্থিতি পরিদর্শন করেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি। তিনি এদিন শিবপুর এলাকা ঘুরে দেখেন।

Related Articles