
The Truth of Bengal: প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় আপাততঃ সমস্যায় বাংলার কৃষি সম্পদ। বেশিরভাগ জেলার ফসলেরই ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যান্য জেলার মতোই পঃমেদিনীপুরে ধানের মতোই আলু চাষও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার প্রায় ৪১ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এখানে ৯০ শতাংশের বেশি আমন চাষের জমি আছে। বেশি ক্ষতি হয়েছে খড়্গপুরে। প্রায় ২৭ হাজার ৮০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
সবংয়ে প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমির ফসল জলের তলায় গিয়েছে। ডেবরাতেও সাড়ে ৮ হাজার হেক্টর, পিংলা ব্লকে সাড়ে ৭ হাজার হেক্টর, নারায়ণগড়ে সাড়ে তিন হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ঘাটাল মহকুমায় প্রায় ১২ হাজার ৮০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।ধানের মতোই আলুও নষ্ট হয়ে গেছে। নগদ শস্যের এই আঘাত চিন্তা বাড়িয়েছে চাষীদের। দুর্যোগের এই অবস্থা কাটিয়ে উঠতে চাষীরা প্রাণপণ লড়াই করছেন। কৃষকদের অভিযোগ, আলু চাষের জন্য চড়া দামে রাসায়নিক সার কিনতে হয়েছে,তার উপর এই দুর্যোগ, সবে মিলিয়ে ক্ষতি হয়েছে আলু চাষে।
কৃষকরা আরও জানান আলু চাষের জন্য বিঘে পিছু খরচ হয়েছে প্রায় ৩০,০০০ ত্রিশ হাজার টাকা ।তাই খরচ পুষিয়ে আবার ঘুরে দাঁড়ানো নিয়ে মহাফাঁপরে কৃষকরা। রাজ্য সরকার,কৃষকবন্ধুর টাকা দিয়েছে।রবিমরসুমে এরমধ্যে নগদ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাওযায় কৃষকরা ভরসা পাচ্ছেন।আশা করছেন আগামীদিনে সরকারি সুবিধা পেয়ে কৃষি সম্পদকে পুণরায় গড়ে তুলতে পারবেন।চাষের ওপর ভর করে আর্থিক শ্রীবৃদ্ধি করার ভাবনাও নিচ্ছে পঃমেদিনীপুরের কৃষকরা।