এগরার স্কুল ছাত্রের ‘স্বপ্ন-ফেরি’ ইসরোর প্রশিক্ষণে মিলল সুযোগ
Agra school student's 'dream ferry' gets opportunity for ISRO training

Truth Of Bengal: মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রশিক্ষন শিবিরে সুযোগ পেল পূর্ব মেদিনীপুর জেলার এগরা পাবলিক স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র। মাত্র ১৫ বছর বয়সেই মহাকাশ জয়ের স্বপ্ন নিয়ে প্রশিক্ষণে যোগ দিতে চলেছেন আদিত্যজ্যোতি কর। ইসরোয় ১৫ দিনের একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে আদিত্য। বড় হয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করার ইচ্ছা আদিত্য জ্যোতির। কম্পিউটার সায়েন্স নিয়েও ভীষণ আগ্রহী আদিত্য।
অবসর সময়ে ক্রিকেট খেলতে পছন্দ করে সে। যদিও বাড়িতে রয়েছে বিজ্ঞান চর্চার পরিবেশ। বাবা কনক কান্তি কর পেশায় বিজ্ঞানের স্কুল শিক্ষক। ফলে বাড়িতে রয়েছে বিজ্ঞান চর্চার পরিবেশ। দিদিও বিজ্ঞান নিয়ে গবেষণা করছে। কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয় সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরা।
অল্প বয়স থেকেই বিজ্ঞান নিয়ে ভীষণ আগ্রহী আদিত্যজ্যোতি। তাঁর ঝুলিতে রয়েছে রাজ্য ও জেলা স্তরের বিজ্ঞান বিষয়ক প্রচুর পুরস্কার। এই বয়সেই শিখে ফেলেছে এথিক্যাল হ্যাকিং এর মতো জটিল বিষয়। বাড়ির কম্পিউটারেই নিজেই তৈরী করেছে অপারেটিং সফটওয়্যার। প্রথমে ইসরো থেকে চিঠি আসার পরে বিশ্বাসই করতে পারেনি আদিত্য। স্কুলের এক শিক্ষকের কথা মতো ইসরোর ওয়েবসাইটে অনলাইনে একটি পরীক্ষা দিয়েই এই সুযোগ।