রাজ্যের খবর
Trending

ফের প্রতিবাদের আগুন সন্দেশখালিতে

Again the fire of protest in Sandeshkhali

The Truth Of Bengal : ফের প্রতিবাদের আগুন সন্দেশখালিতে। সন্দেশখালির রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। কাঠপোল বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ। চার বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তারই প্রতিবাদে এই পথ অবরোধ।

সাম্প্রতিক কালে ‘স্টিং ভিডিয়োকাণ্ড’ নিয়ে হইচই এবং তার অব্যহিত পরেই সন্দেশখালির একাধিক মহিলার ‘ধর্ষণের মিথ্যে অভিযোগ’ সংক্রান্ত দাবি ঘিরে বিতর্কের মধ্যে সেই সব প্রতিবাদ-বিক্ষোভের ছবি কার্যত উধাও হয়ে গিয়েছিল। সোমবার ভোটের দিনে সেই ছবি আবার দেখা গেল। বেড়মজুরের কাঠপোল বাজারে বিক্ষোভ দেখালেন বেশ কয়েক জন মহিলা। রবিবার সন্দেশখালিতে তৃণমূলের নেতা-কর্মীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় গীতা বর নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সেই গ্রেফতারির প্রতিবাদে তাঁরা রাস্তায় নেমেছেন বলে দাবি বিক্ষোভকারী মহিলাদের।

 

 

Related Articles