রাজ্যের খবর

নির্বাচনের দিন ঘোষণার পরেই পশ্চিম মেদিনীপুরে বৈঠক জেলা শাসকের

After the announcement of the election day, the meeting of the District Governor in West Medinipur

The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- শনিবার বিকেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনারের দফতরে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়। গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। পশ্চিম মেদিনীপুরে ভোটার প্রায় ৪০ লক্ষ, ভোট কেন্দ্র ৪৩৩১ টি। মেদিনীপুর ও ঘাটাকে ভোট ২৫ মে।

পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল ও মেদিনীপুর লোকসভায় ভোট ষষ্ঠ দফা অর্থাৎ ২৫ মে। জাতীয় নির্বাচন কমিশনার সাংবাদিক সম্মেলন করার পরেই, প্রত্যেকটি জেলাশাসক সাংবাদিক সম্মেলনে জেলার ভোটার সংখ্যা প্রকাশ ও বুথ সংখ্যা প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচনী বিধির লাঘু হয়ে যাওয়ার পর যা করণীয় রয়েছে সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে জানান।

FREE ACCESS

Related Articles