রাজ্যের খবর
ভাটপাড়ার পর কোচবিহার, তৃণমূল নেতার আস্তানায় চলল গুলি, কাঠগড়ায় বিজেপি
After Bhatpara, Cooch Behar, firing at Trinamool leader's residence, BJP in the dock

Truth Of Bengal: ভাটপাড়ার শ্যুট আউটের রেশ এখনও কাটেনি। তারই মধ্যে আরও একটি শ্যুট আউটের ঘটনা রাজ্যে। এবার কোচবিহারের বক্সিরহাটে শ্যুট আউট। তৃণমূল নেতার আস্তানায় ঢুকে গুলি চালানোর অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। বক্সিরহাট থানার মহিষকুচি ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। শাসক নেতা নীহার বড়ুয়ার আস্তানায় ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল নেতা ভেবে ভুল করে তাঁর আত্মীয়কে গুলি করে দুষ্কৃতিরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাচেঁন তিনি।