সাংসদ হওয়ার পরই কড়া বার্তা অরূপ চক্রবর্তীর , বিশ্বাসঘাতকদের লিস্ট বানানোর নির্দেশ সাংসদের

THE TRUTH OF BENGAL :লোকসভা নির্বাচনে যারা দলে থেকেও বিশ্বাসঘাতকতা করেছেন তাদেরকে চিহ্নিত করণ করার পরামর্শ দিলেন তৃণমূল সংসদ অরূপ চক্রবর্তী। এ প্রসঙ্গে তিনি জানান তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হবে । দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বলে মত বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তীর ।
এ প্রসঙ্গে তিনি জানান যে দলের অনেকে গোপনে গোপনে বিশ্বাসঘাতকতা করেছিল, সে কারণে তিনি ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিদেরকে অনুরোধ করবেন যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে চিহ্নিত করতে, তাদের একটি লিস্ট তৈরি করার কথাও বলেছেন তিনি এবং সেই লিস্ট দেখেই যে ব্যবস্থা নেওয়া হবে তা একুশে জুলাই এর প্রস্তুতির সভামঞ্চ থেকে জানিয়েছেন অরূপ চক্রবর্তী।
উলেখ রঘুনাথপুর বিধানসভায় প্রত্যাশিতভাবে ফলাফল পায়নি তৃণমূল মাত্র সাড়ে 400 মতো ভোট পেয়েছে সেখানেই সেই প্রেক্ষাপটেই কেন সেখানে ভোট কমেছে তার বিশ্লেষণ করতে গিয়ে তিনি জানান দলে ত একাংশ দলের থেকে ও বিশ্বাসঘাতকতা করেছে। তাদের কি এবার চিহ্নিতকরণের কাজ করা হবে ।