রাজ্যের খবর

৪০ বছর পর স্বপ্নপূরণ এলাবাসীর, পাকা সেতু পেয়ে চোখে জল

New bridge

The Truth of Bengal: গ্রামে একটি খালের ওপর পাকা সেতুর দাবি জানিয়ে আসছিলে এলাকার বাসিন্দারা। এতদিনে তাদের সেই স্বপ্নপূরণ হল। অস্থায়ী সাঁকোর বদলে তাঁরা পেলেন পাকা সেতু। চল্লিশ আগে সাঁকো থেকে পড়ে মৃত্যু হয়েছিল গ্রামেরই বছর ছয়েকের এক শিশুর। তারপর থেকেই একটি পাকা সেতুর দাবি জানিয়ে আসছিল এলাকার মানুষ। অবশেষে হুগলির তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুরে উদ্বোধন হল পাকা সেতু। সেতু উদ্বোধনের সময় চোখের জল ধরে রাখতে পারলেন না মনসা মাইতির মা অলোকা মাইতি।

সেতু পেয়ে একে অপরকে মিষ্টি খাওয়ালেন গ্রামবাসীরা। আনন্দে গ্রামবাসীর অনেকের চোখেই তখন জল। মনসার নামেই এই সেতুর নামকরণ হবে বলে আশ্বাস দেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। সেতু উদ্বোধনের পরেই ডুকরে কেঁদে উঠলেন মনসা মাইতির মা অলোকা মাইতি। সদিনের সেই কথা ফিরে সে তাঁর মুখে। মানুষের দাবি মেনে দীর্ঘ চার দশক পর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়।

নির্মাণ শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ভাবে সেতুর উদ্বোধন করেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়। উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লক আধিকারিক-সহ একাধিক কর্তারা। সেতু উদ্বোধনের পরই গ্রামবাসীদের চোখে জল। একে অপরকে মিষ্টি খাওয়ালেন তাঁরা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ৩ মিটার চওড়া ও ১৯ মিটার লম্বা এই সেতু নির্মাণে খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। ‘ফিফটিন ফিন্যান্সের’ আর্থিক সহায়তায় এই সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটির নামকরণ হবে সাঁকো থেকে পড়ে মৃত্যু হওয়া মনসা মাইতির নামে।

Related Articles