১১ বছর পর বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, শনিবার বসছে শিক্ষা সংসদের বৈঠক
After 11 years, the syllabus of higher secondary is changing

The Truth Of Bengal : ১১ বছর পর বদলাচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের সিলেবাস। আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাস কার্যকর হতে পারে বলে জানা গেছে। শনিবার বেলা ১টা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ৪৭টি বিষয়ের পাঠ্যসূচির খসড়া নিয়ে আলোচনা হবে। বৈঠকে থাকবেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, সংসদের সদস্যরা এবং বহু বিশ্ববিদ্যালয়ের বিষয় বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা প্রতিটি বিষয়ের পাঠ্যসূচির উপর গুরুত্বপূর্ণ মতামত দেবেন। সেই মতামত অনুসারে খসড়া সিলেবাস তৈরি করা হবে। এরপর সেই খসড়া সিলেবাস একটি কমিটির কাছে পাঠানো হবে। কমিটির পর্যালোচনা শেষে চূড়ান্ত সিলেবাস তৈরি করা হবে। নতুন সিলেবাস তৈরির ক্ষেত্রে সিবিএসই-র পাঠ্যসূচির সাথে সামঞ্জস্য রাখা হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরীক্ষার মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে নতুন সিলেবাস তৈরি করা হবে। নতুন সিলেবাসে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের উপর জোর দেওয়া হবে। এছাড়াও, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষ করে তোলার জন্য নতুন সিলেবাসে নতুন বিষয় ও বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হবে।
FREE ACCESS