রাজ্যের খবর

পরিবেশকে প্লাস্টিকমুক্ত করতে শ্রীরামপুরে অভিযান প্রশাসনের

Administration's campaign in Srirampur to make the environment plastic-free

The Truth of Bengal: পরিবেশ দূষণের সবচেয়ে বড় উপাদান প্লাস্টিক। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায়ই প্লাস্টিকমুক্ত অভিযান চলে। এবার শ্রীরামপুর মহকুমাকে প্লাস্টিকমুক্ত করার অভিযানে নামল প্রশাসন। শুক্রবার সকালে শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে বেশ কয়েকটি প্লাস্টিকের গুদাম সিল করা হয়েছে। শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা, উপ-পুরপ্রধান উত্তম নাগ, শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকারের নেতৃত্বে এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার পক্ষ থেকে এই অভিযান চলে।

এই অভিযান সম্পর্কে শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার জানান, দীর্ঘদিন ধরে এই শহরের ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে, একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার না করার জন্য। এ ব্যাপারে মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় মাইকিং-এর ব্যবস্থা করা হয় পুরসভার পক্ষ থেকে। নাগরিক থেকে ব্যবসায়ীদের কাছে আবেদন রাখা হয়। তা সত্ত্বেও এ ব্যাপারে কোনও হেলদোল নেই কারও। ফলে এবার অভিযান শুরু হয়েছে। শুধু শ্রীরামপুর পুরসভা এলাকা নয়, মহকুমায় যে’কটি পুরসভা আছে প্রত্যেকটি পুর এলাকায় প্লাস্টিক মুক্ত অভিযান চলবে। দূষণ রোধ করে শহরকে পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ।

অন্যদিকে শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, ইতিমধ্যে বেশ কয়েকবার এই ধরনের অভিযান চালানো হয়েছে। কিন্তু কেউ সাড়া দেয়নি। রাজ্য সরকারের পুর দফতরের কড়া নির্দেশ এবার শহরকে প্লাস্টিক মুক্ত করতে অভিয়ান শুরু হয়েছে। আগামী দিনেও পুরসভার তরফে এই অভিযান জারি থাকবে। প্রশাসনের একটাই লক্ষ্য, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্লাস্টিককে বর্জন করতে হবে।

Related Articles