ভুটান সীমান্তে পানীয় জল না মেলায় ভোগান্তি, সুরাহা করতে চায় প্রশাসন
Administration wants to resolve the problem of lack of drinking water on the Bhutan border

Truth Of Bengal: আলিপুরদুয়ারের ভুটানের পাসখা সীমান্তবর্তী এলাকায় জলকষ্টে ভুগতে থাকে সাধারণ মানুষ।জরুরি সমস্যা মেটাতে প্রতিবেশী ভুটান থেকে পাইপের মাধ্যমে পানীয় জল আনতে হয়।প্রশাসন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে।আশা,আগামীদিনে জলের সমস্যা মিটে যাবে।
প্রতিবেশী দেশ ভুটানের জলের ওপর নির্ভরশীল আলিপুরদুয়ার জেলার ভুটানের পাসখা সীমান্ত ঘেঁষা জয়গাঁর বাঙ্গেবাজার এলাকার বাসিন্দারা। এলাকায় কোনো সরকারি জলের পরিষেবা না থাকায়, প্রতিবেশী দেশ ভুটান থেকে পাইপের মাধ্যমে মাটির নীচে থেকে জলের সংযোগ নিয়ে আসা হচ্ছে এলাকায়।
বাসিন্দাদের দাবি, মাঝে মধ্যেই ভুটান থেকে আসা সেই জল পরিষেবাও বন্ধ হয়ে যায়।এরপর ভুটান প্রশাসনের অনুমতি নিয়ে ভুটানে গিয়ে মেরামত করতে হয় সেই পাইপ যা অনেক কষ্ট সাপেক্ষ ও ব্যয়বহুলও। ফলে বর্ষার মরশুমে বৃষ্টির জল পাত্রে রেখে সেটাই ব্যবহার করতে বাধ্য হন বাসিন্দারা। আর বছরের অন্য সময় ভুগতে হয় জলকষ্টে। বাসিন্দারা জানান, অনেক বছর ধরেই এই পাসাখা সীমান্তের জয়গাঁর বাসিন্দারা এই সমস্যায় ভুগছে।
যদিও এই বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতি সভাপতি সাধো লোহার জানান আমরা এলাকায় পরিদর্শনে যাবো এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জলকষ্ট মেটাতে যুদ্ধকালীন ভিত্তিতে প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন।সবার ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার মিশন পূরণ করতে উত্তরবঙ্গের প্রশাসনের কর্তারাও নজর বাড়াচ্ছে।