জমি ফিরিয়ে দেওয়ার দাবি পদক্ষেপের আশ্বাস প্রশাসনের
Administration assures action on demand to return land

Truth of Bengal: আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে ১৫ জন প্রতিনিধি মঙ্গলবারঅবস্থান-বিক্ষোভে সামিল হন জেলাশাসকের দফতরের সামনে। পাশাপাশি আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে এদিন জেলা শাসকের সঙ্গে দেখা করেন তাঁরা। প্রথমে জেলাশাসক কাজের ব্যস্ততায় তাঁদের সঙ্গে দেখা না করতে পারলে তাঁরা জেলা শাসক দফতরের সামনেই বসে পড়েন।
এরপর জেলাশাসক বিধান রায় আদিবাসীদের সঙ্গে দেখা করেন। জানা গিয়েছে, সাত্তর পঞ্চায়েতের পারুই থানার অন্তর্গত খঞ্জনপুর মৌজায় আদিবাসীদের বাইশে একর জমি ছিল। সেই জমি জোরপূর্বক দখল করে নেয় কিছু জমি মাফিয়া আদিবাসীদেরকে ভুল বুঝিয়ে। ২০২১ সাল থেকে এই জমি ফেরানোর দাবি নিয়ে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
ইতিপূর্ব রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসীদের জমি দখল করা যাবে না, এমনই দাবি তুলে বৈঠক করেন আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে। তারপরেই নড়েচড়ে বসে পারুই থানার অন্তর্গত সাত্তর পঞ্চায়েতের আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটি। জেলাশাসক তাদের দাবি সমূহ নিয়ে ইতিবাচক আশ্বাস দিলে ফিরে যায় আদিবাসী সম্প্রদায়।