রাজ্যের খবর

WBCS পরীক্ষার জন্য রবিবার চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

Additional metro will run on Sunday for WBCS exam

Truth of Bengal: ১৮ আগস্ট অর্থাৎ আগামী রবিবার রয়েছে WBCS-এর পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে সকাল থেকে মেট্রো চালানোর ব্যবস্থা হবে। সূত্রের অনুাসারে জানা গেছে যে রবিবার দিনভর বাড়তি মেট্রো চালানোর ব্যবস্থা করা হবে। সকাল ৭টা থেকে দুই প্রান্তিক স্টেশন থেকে শুরু হবে মেট্রো চলাচল, জানিয়েছেন মেট্রোরেল-এর মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র। অন্যন্য রবিবার যেখানে পরিষেবা শুরু হয় সকাল ৯টায়, সেখানে এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের জন্য আরও দুই ঘণ্টা এগিয়ে দিল মেট্রোরেল কর্তৃপক্ষ।

রবিবার দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে সকাল ৭টায়। একই সময়ে উল্টো দিকেও পরিষেবা চালু থাকবে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আপ ও ডাউন দুই দিকেই আধ ঘণ্টা পর পর মেট্রো পাওয়া যাবে। ডাউনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে প্রথম সেবা পাওয়া যাবে সকাল ৭টা ১৫ মিনিটে। এর পরে থেকে নিয়মমাফিক ১৫ মিনিট অন্তর অন্তর শুরু হবে মেট্রো চলাচল।

মুখ্য জনসংযোগ কর্মকর্তা (CRPO) জানিয়েছেন, সাধারণত ১৩০টি মেট্রো পরিষেবা চালু থাকে রবিবারে, যা বিশেষ উপলক্ষ্যে সারা সপ্তাহের জন্য ১৩৮টি করা হবে, যার মধ্যে ১৩৩টি মেট্রো দক্ষিণেশ্বর আর কবি সুভাষে চলাচল করবে। রবিবার রাতের পরিষেবা নিয়মমাফিক থাকবে। ৯টা ৪০ মিনিটে শেষ মেট্রো পরিষেবা নির্ধারিত সময় অনুযায়ী রাখা হবে। মেট্রোর মুখ্য জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন যে পরীক্ষার্থীদের জন্য মেইন লাইন মেট্রোর পরিষেবায় অতিরিক্ত পরিবর্তন আনা হলেও পার্পল, অরেঞ্জ ও গ্রিন লাইন অর্থাৎ শিয়ালদহ-সল্টলেক, জোকা-তারাতলা ও হাওড়া-এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে।

Related Articles