
Truth Of Bengal: আগেই ঘোষণা করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশের অ্যাডহক বোনাস বাড়ানো হবে। এবার সেই অনুযায়ী বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের বোনাস। বৃদ্ধির পরিমাণ ৭০০ টাকা। এর ফলে ২০২৩- ২৪ অর্থ বর্ষের জন্য ৫৩০০ টাকা থেকে বেড়ে ছয় হাজার টাকা হল সিভিক ভলেন্টিয়ারদের বোনাস।
বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস #truthofbengal pic.twitter.com/m0N8av5gPQ
— TOB DIGITAL (@DigitalTob) August 21, 2024
গত মার্চ মাসেই রাজ্যের অর্থ দফতর অনুমোদন দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানোর ক্ষেত্রে। এদিন সেই বোনাস বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা চলতি অর্থ বর্ষের জন্য এই ৬০০০ টাকা অ্যাড হোক বোনাস পাবেন।