
Truth Of Bengal: পূর্ব বর্ধমান: মনিরুল ইসলাম: গভীর নিম্নচাপের ফলে বিগত তিন দিন ধরে সারা রাজ্য জুড়ে চলছে টানা বৃষ্টিপাত। এর ফলে নদীগুলোতে জলের পরিমাণ অনেকটা বেড়েছে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নসরতপুর ফেরিঘাট।
আজ নিম্নচাপের ফলে খারাপ আবহাওয়ার কারণে ভাগীরথীর জল বেশ উত্তাল। নসরতপুরের ভাগীরথীর অপর পাড়ের গ্রামগুলি যেমন ঘোলা পাড়া ফকিরডাঙ্গা ইত্যাদি গ্রামের মানুষজনের পারাপারের একটাই পথ নসরতপুর ফেরিঘাট। খারাপ আবহাওয়ার জন্য নদীতে বেশ ঢেউ তার মধ্যেই চলছে ফেরি চলাচল। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়ছে ঘাট মালিকরা।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই কাজে হাত লাগালেন নসরতপুর ফেরিঘাটের মালিক হারাধন ঘোষ। আজ তিনি বলেন ফেরি চলাচল বন্ধ রাখলে ওপারের মানুষজন এপারে আসতে পারবে না । তাতে করে তারা অনেক অসুবিধার মধ্যে পড়বেন। তাই একপ্রকার বাধ্য হয়েই জনসাধারণের সুবিধার্থে নৌকা চালাতে বাধ্য হচ্ছি।
মানুষের সুবিধার জন্য এই দুর্যোগে আগে থেকে রাজ্য সরকার সর্তকতা জারি করেছে রাজ্য জুড়ে পৌরসভা এলাকায় যেমন প্রশাসনিক আধিকারিকর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন তেমনি গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধি রা খোঁজখবর নিচ্ছেন এলাকার মানুষের