ফের দুর্ঘটনা! রেললাইনে উঠে পড়া গাড়িতে ধাক্কা মারল মালগাড়ি
Accident again! The goods train hit the car that climbed the railway line

The Truth Of Bengal: খড়দহের ঘটনার পুরাবৃত্তি বীরভূমের রাজগ্রামে। রেল লাইন পার হওয়ার সময় মালগাড়ির ধাক্কা চারচাকায়। তবে চারচাকার চালক ও আরোহীরা সবাই সুরক্ষিত। বৃহস্পতিবার রাতে বীরভূমের রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের রেললাইন পার হচ্ছিল একটি চারচাকা গাড়ি। সেই সময় ওই লাইনে চলে আসে একটি মালগাড়ি।
ট্রেন আসতে দেখে রেললাইনে পাশেই গাড়ি ছেড়ে চারচাকা গাড়ি থেকে নেমে পড়েন চারচাকার চালক ও এক আরোহী। তারপরেই মালগাড়ির ধাক্কায় চারচাকা গাড়ি ছিটকে যায়। দুমড়ে মুচড়ে যায় চারচাকা গাড়িটির ডান দিক। রাজগ্রাম রেল স্টেশন থেকে রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য একটি রেলপথ রয়েছে।
ওই রেলপথে কোন যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। শুধুমাত্র পাথর শিল্পাঞ্চলে যাতায়াত খবর পেয়ে মালগাড়ি যাতায়াত করে। সেই রেলপথে কোথাও কোনো রেলগেট নেই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশ। তারা চারচাকা গাড়িটিকে আটক করেছে। গাড়ির চালক আনন্দ রাজ বলেন,“আমরা ওতটা বুঝতে পারিনি। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে হোক কিন্তু বড়সড় বিপদ হয়নি এটাই রেহাই। আমরাও সুরক্ষিত আছি।” এই ঘটনা জানাজানি হতেই ঘতনাস্থলে আসে পুলিশ। ঘতনাস্থলে এসে গাড়িটিকে আটক করেছে পুলিশ।