রাজ্যের খবর

কর্মী, সমর্থকদের সঙ্গে রাজপথে নেমে জন্মদিন পালন করলেন অভিষেক বন্দোপাধ্যায়

Abhishek Banerjee celebrated his birthday on the streets with his workers and supporters

Truth Of Bengal: ১৯৮৭ সালের ৭ নভেম্বর জন্ম অভিষেকের। সোমবার তাঁর ৩৮ তম জন্মদিন। সেই উপলক্ষ্যে সকাল থেকে বাড়ি এবং কালীঘাটে তাঁর দলীয় দফতরের সামনে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট।

এ দিন এলাকায় জড়ো হওয়া দলীয় কর্মী, সমর্থকদের সঙ্গে দেখা করতে নেমে পড়েন রাজপথে। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সমর্থকদের অনেককেই অভিষেকের সঙ্গে হাত মেলাতেও দেখা যায়।

ক্ষণিকের দেখা হলেও অভিষেককে নিয়ে দলীয় কর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস। অনেকেই অভিষেকের কাছাকাছি পৌঁছনোর জন্য অনুরোধ করেন তাঁর নিরাপত্তারক্ষীদের কাছে।

এ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল পরিবারের প্রবীণেরা তো বটেই, নবীন প্রজন্মও অত্যন্ত ভালবাসেন। আজ তাঁর জন্মদিন। আজ এমন এক জনের জন্মদিন, যাঁর চোখ ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পরেও তিনি লড়াই করেন , যা খুবই গুরুত্বপূর্ণ।

Related Articles