মনোনয়ন প্রত্যাহার অবনীর, যাদবপুরে অনির্বাণের হয়ে নেমে পড়লেন মাঠে
Abani Mondal won the nomination.

The Truth Of Bengal : নির্দল প্রার্থী হিসেবে ভাঙড়ের বিজেপি-র সাংগঠনিক সভাপতি অবনী মণ্ডল মনোনয়ন দাখিল করেছিলেন যাদবপুরে। যা নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। তবে মনোনয়ন প্রতাহার করে নিলেন অবনী মণ্ডল। তিনি পরিচিত বিজেপি নেতা। যাদবপুর লোকসভা কেন্দ্রে তিনি নির্দল প্রার্থী হওয়ায় স্বভাবতই গুঞ্জন শুরু হয়। বিজেপি প্রার্থী হিসেবে আগেই মনোনয়ন দাখিল করেন ডাঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ফলে লড়াই জমে উঠেছিল যাদবপুরে।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণা জেলাশাসকের দফতরে এসে মনোনয়ন প্রত্যাহার করে নেন অবনী মণ্ডল। কেন তিনি মনোনয়ন দাখিল করেও সরে গেলেন? এই প্রশ্নে তিনি জানান, আবেগের বশবর্তী হয়ে তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁকে টিকিট না দেওয়ায় দলের সঙ্গে কোনও মনোমালিন্য হয়নি। তিনি নিজের মতো করেই নির্দল প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁর এই পদক্ষেপকে এখন তিনি ভুল বলে মনে করছেন। ফলে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
ভাঙড়ের নেতা হলেও বিজেপির অন্যতম সাংগঠনিক নেতা হিসেবে গোটা জেলায় পরিচিত অবনী মণ্ডল। আগে তিনি সিপিএম নেতা ছিলেন। ২০১৩ সালে বিজেপিতে যোগ দেন। দল একজনকে টিকিট দিলেও তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করার বিড়ম্বনায় পড়ে যায় বিজেপি। এখন তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় স্বস্তি গেরুয়া শিবিরে। সব ভুলে এবার দলের প্রার্থী ডাঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের হয়ে মাঠে নামতে চান বলে জানিয়েছেন অবনী মণ্ডল।
নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করে ভোটে লড়লে অন্য মাত্রা পেত যাদবপুর লোকসভা কেন্দ্রের লড়াই। কারণ পরিচিত নেতা হিসেবে অবনী মণ্ডল ধারে ভারে বেশ ওজনদার। এবার তিনি সরে যাওয়ায় এখান ত্রিমুখী লড়াই হতে চলেছে। যাদবপুরে লড়াইয়ে আছে তৃণমূল, বিজেপি ও সিপিএম।