জাতীয় সড়কের গরমবস্তি এলাকায় লড়ির চাকায় পিষ্ট হয়ে এক যুবতীর মৃত্যু
A young woman died after being crushed by the wheel of a truck in Garambasti area of the national highway

The Truth of Bengal : বৃহস্পতিবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার থেকে জয়গাঁও এলাকার বাসিন্দা মরিওম গুরুং নামের এক যুবতী গ্রামের প্রতিবেশী ভাই সন্দীপ বিশ্বকর্মা নামের এক যুবকের সাথে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন, সেই সময় আচমকাই জাতীয় সড়কের গরমবস্তি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিসহ রাস্তার মাঝে পড়ে যায় ঐ দুই যুবক-যুবতী। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির নীচে পড়ে যায় ঐ যুবতী। লরিটি যুবতীকে পিষ্ট করে পালিয়ে যায়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যায় স্কুটিতে থাকা গ্রামের প্রতিবেশী ভাই।
দুর্ঘটনার কয়েক সেকেন্ড পর যুবতীর ভয়ানকভাবে পিষ্ট হওয়া মৃতদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে ঐ যুবক। পথচলতি নাগরিকরা আহত যুবককে উদ্ধার করে রাস্তার ধারে নিয়ে যায়। চেতনা ফিরতেই কান্নায় ভেঙে পড়ে আহত ঐ যুবক। এরপরে রাস্তার মাঝে মৃত যুবতীর পাশে বসে অঝোরে কাঁদতে থাকে ঐ যুবক। খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালচিনী থানার অন্তর্গত নিমতী ফাঁড়ির পুলিশ। রাস্তা থেকে যুবতীর ক্ষত বিক্ষত মৃতদেহ ও আহত যুবককে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর যুবককে ছেড়ে দেয়া হয়। ঘটনায় শোকের ছায়া জেলা জুড়ে।