রাজ্যের খবর

জলের ট্যাংকের উপর দাঁড়িয়ে এক মহিলা! প্রশাসনের তৎপরতায় বাঁচল প্রাণ

A woman standing on a water tank

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : শনিবার হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স সংলগ্ন পাবশালের কাছে একটি ২৫০০০ লিটার ট্যাংকের উপর এক মহিলা উঠে পড়েন। এরপর স্থানীয় এলাকাবাসীরা ও পথ চলতি মানুষের চোখে পড়ে। সঙ্গে সঙ্গে তারা পুলিশ প্রশাসন ও রেল পুলিশকে ঘটনার খবর দেয়। তড়িঘড়ি হাওড়া জিআরপি ও গোলাবাড়ি থানা পুলিশ এসে পৌঁছান। এরপর দমকলকে খবর দেওয়া হয়।

জলের ট্যাংক থেকে ওই মহিলাকে নামানো হয়। প্রায় ৮০ ফুট উঁচু ওই জলের ট্যাংকের উপরে মহিলা উঠে পড়েছিলেন। মানসিক ভারসাম্যহীন বলেই জানা যাচ্ছে। স্থানীয়রা ওই মহিলাকে প্রথম জলের ট্যাংকের উপর ঘোরাঘুরি করতে দেখে। এরপর দমকল আধিকারিকরা এসে তাকে জলের ট্যাংক থেকে নামিয়ে নিয়ে যান। তার নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।

Related Articles