রাজ্যের খবর

আদ্রা স্টেশনে শিশুর জন্ম দিল মহিলা, রেল কর্তৃপক্ষের সাহায্যে পরিবারের হাতে তুলে দেওয়া হল শিশু ও মাকে

A woman gave birth to a baby at Adra station, the baby and its mother were handed over to the family with the help of the railway authorities

The Truth Of Bengal : পুরুলিয়া : সত্যজিৎ ব্যানার্জী : চলতি ইংরেজী মাসের ১২ই জুলাই পুরুলিয়ার আদ্রা রেল স্টেশনে একজন অপরিচিত গর্ভবর্তী মহিলা একটি সদ্যোজাত শিশুর জন্ম দেন। ঘটনার পর আদ্রা জিআরপি থানার পুলিশ, রেল কর্মচারীরা ও রঘুনাথপুরের বন্ধু পরিবার খবর পেয়ে তড়িঘড়ি সদ্যোজাত শিশু ও তার মাকে আদ্রা রেল স্টেশন থেকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বন্ধু পরিবার হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেন ঐ সদ্যোজাত শিশুর ও তার মায়ের। এরপর তার পরিচয় জানার চেষ্টা করে আদ্রা জিআরপি থানার পুলিশ।অবশেষে সুদূর উত্তরপ্রদেশ থেকে ঐ মহিলার পরিবারের আত্মীয়দের খোঁজ পায় পুলিশ। আজ ৩টে নাগাদ ঐ মহিলার পরিবারের আত্মীয়দের হাতে সদ্যোজাত সুস্থ শিশু ও তার মাকে তুলে দেওয়া হয়।

Related Articles