
The Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস : ফের বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনা বাঁকুড়ার জয়পুর থানার ধাড়িসায়ের গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম সারথি মল্লিক। কোতুলপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার ধাড়িসায়ের গ্রামের গৃহবধূ সারথি মল্লিক অন্যান্য দিনের মতো আজ সকালে ঘুম থেকে উঠে মন্দিরে গোবর ন্যতা দেওয়ার কাজ করছিলেন। সেই সময় তাঁকে বিষধর সাপে কামড়ায়। এরপর ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পরে পুলিশ গোগড়া গ্রামীণ হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।