ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, অকালে প্রাণ গেল ১ যুবকের
A tragic death in a terrible road accident, 1 young man died prematurely

The Truth Of Bengal : মালদা:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের । ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের রক্ষাকালী মোর জাতীয় সড়কের ওপর। ঘটনায় শোকাহত মৃতের পরিবারসহ গোটা এলাকা।
স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে সুজিত মন্ডল নামে বছর ২৮ এর যুবক তার শ্বশুর বাড়ি আটমাইল হঠাৎপাড়া এলাকা থেকে তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। ঠিক তখনই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তার। তবে কোনোরকমে প্রাণে বাঁচেন তার স্ত্রী। এরপর গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় লোকজনসহ মালদা থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে মালদা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান সুজিত বাইকে করে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল ৮ মাইলের হঠাৎপাড়া থেকে। তার স্ত্রীকে মোটর বাইকে চাপিয়ে গাড়ি স্টার্ট করে তবে মাঝ পথেই ঘটে বিপত্তি ৮ মাইল থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে সেখানে পড়ে যায় ওই যুবক। মাথায় আঘাত লাগলে ঘটনায়স্থলেই মৃত্যু হয় তার।
আরো জানা গেছে, মৃত যুবকের বাড়ি পুরাতন মালদার ভাবুক অঞ্চলের রাঙ্গামাটি এলাকায় সে স্থানীয় পঞ্চায়েত সদস্যর স্বামী গনেশ সাহার গাড়ী দেখাশোনার কাজের সঙ্গে যুক্ত ছিল। যুবকের পরিবার রয়েছে তার মা বাবা সহ তার স্ত্রী। ওই যুবকের মৃত্যুতে নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া।