রাজ্যের খবর
পথ দুর্ঘটনায় মৃত্যু হল কর্তব্যরত ট্রাফিক গার্ডের
A traffic guard on duty died in a road accident

The Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কর্তব্যরত ট্রাফিক গার্ডের। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার অন্তর্গত কোনা এক্সপ্রেস ওয়েতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়।
জানা যায়, সোমবার সকালে হাওড়া জেলার অন্তর্গত কোনা এক্সপ্রেস ওয়েতে একজন ট্রাফিক গার্ড তার ডিউটি পালন করছিলেন। ঠিক তখনই সাতরাগাছিতে একটি যাত্রীবোঝাই বাস ধাক্কা শচীন রজক নামে ওই মারে ট্রাফিক গার্ডকে। বাসটি শিয়ালদহ থেকে সাতরাগাছির দিকে আসছিল। এরপর ওই ট্রাফিক গার্ডকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাস ও চালককে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।