রাজ্যের খবর

বীরভূমে মল্লিকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ৮ লক্ষ টাকার আসবাব

A terrible fire broke out in Mallikpur in Birbhum, furniture worth 8 lakh rupees was burnt to ashes

The Truth Of Bengal: বীরভূমে মল্লিকপুর পঞ্চায়েতে জীবধরপুর গ্রামের কাছে একটি আসবাবপত্রের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই দোকানের ভেতরে থাকা একাধিক আসবাবপত্র।

সূত্রের খবর, শনিবার বীরভূম জেলার সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর পঞ্চায়েতের জীবধরপুর গ্রামের কাছে একটি আসবাবপত্রের দোকানে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এরপর চিৎকারের আওয়াজ শুনে এলাকাবাসীরা দৌড়ে এলে দেখেন দাউ দাউ করে জ্বলছে  দোকানের আসবাবপত্র। এরপর এলাকাবাসীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে  ব্যর্থ হওয়ায় স্থানীয়রা খবর দেয় দমকলে।

এরপর ঘটনাস্থলে দমকল বাহিনীর উপস্থিতির আগে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে গোটা দোকানে। কিছুক্ষণের মধ্যে এই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী। পরবর্তীকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও প্রায় ৮ লক্ষ টাকার আসবাবপত্র ভষ্মীভূত  হয়েছে বলেই সূত্রের খবর। এত আসবাবপত্র পুড়ে ছাই হওয়ায় কার্যত মাথায় হাত দোকানের মালিকের।

Related Articles