রাজ্যের খবর

সার্ভিস রোডে তৈরি হয়েছে ভয়ঙ্কর মারণফাঁদ, আন্দোলনে পথচারী

Service Road

The Truth of Bengal: ২ নম্বর . জাতীয় সড়কের ধারে রয়েছে সার্ভিস রোড। এই সার্ভিস রোড দিয়ে চলাচল করেন অসংখ্য মানুষ।কিন্তু গোদের ওপর বিষফোঁড়া হয়ে রয়েছে রাস্তার মাঝে থাকা সিমেন্টের ব্যারিকেড ।বিপদের সমূহ সম্ভাবনা রয়েছে নিকাশীতেও।কারণ অধিকাংশ নিকাশী নালার মুখ খোলা।যেকোনও সময় দুর্ঘটনা ঘটতেই পারে। বহু সাইকেল আরোহী বা বাইক আরোহী এই গর্তে পড়েন।তবে বরাত জোরে তাঁরা  বিপদের মুখ থেকে ফিরে আসেন।কেউ কেউ আবার দুর্ঘটনার কবলেও পড়েছেন।

চলন্ত গাড়ি বা পথচারীদের পদে পদে বিপদে পড়ার সম্ভাবনা

সার্ভিস রোডে তৈরি হয়েছে ভয়ঙ্কর মারণফাঁদ

সিমেন্টের ব্যারিকেড-নালার খোলামুখে বিপদ

বিপদ জেনেও চোখ চেয়ে দেখছে না  কর্তৃপক্ষ

জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বাড়ছে আন্দোলন

এই মারণফাঁদ কেন বন্ধ করা হচ্ছে না সেই প্রশ্ন তুলে পথে নামেন ভোগান্তির মুখে পড়া মানুষ।জাতীয় সড়কে কর তুললেও কেন সড়ক সংস্কার হচ্ছে না সেবিষয়েও জনতা জবাব চায়। দিনের বেলার মতোই রাতেও দুর্ঘটনা হয়।মানুষ মারা গেলেও কেন্দ্রীয় সংস্থা যে কে সেই। তারা কোনওরকম রা কাড়ে না। নির্বিকার থেকে দায় এড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারও।এই অভিযোগকে হাতিয়ার করে আন্দোলন জোরদার করেছে পানাগড় গ্রামের বাসিন্দারা। হুঁশ ফেরাতে অবরোধকে হাতিয়ার করেন তাঁরা।কাঁকসা থানার পুলিশ অবরোধ তুললেও দাবিআদায়ে মরিয়া আন্দোলনকারীরা।এদিকে  নিত্যদিনই এই রাস্তার ডামাডোল ভাবাচ্ছে পথচারী থেকে গাড়ি চালক সবাইকে । তাই কেন্দ্র এই সড়ক সংস্কারে উদ্যোগী না হলে আগামীদিনে বড়সড় প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

free access

Related Articles