রাজ্যের খবর

ভয়াবহ দুর্ঘটনায়! দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

A terrible accident! 5 dead in head-on collision between two bikes

The Truth Of Bengal : এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে বীরভূমে ১৪ নম্বর জাতীয় সড়কের ভোল্লা ক্যানেল মোড়ের কাছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

সূত্রের খবর, দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হয় ৫ জনের। একটি বাইক রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল অপরদিক থেকে নলহাটি থেকে রামপুরহাট দিকে আসছিল। দুটি বাইকের মধ্যে সাতজন ছিল। ভোল্লাক্যালেন মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষে দুইজনের ঘটনা স্থলেই মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দতিনজনের মৃত্যু হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল । একজনকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বর্ধমান ট্রান্সফার করা হয়।

Related Articles