
The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকার ঘটনা। বছর ১২ এর,প্রসেনজিৎ মন্ডল হিঙ্গলগঞ্জ হাইস্কুলের ছাত্র। মা মনিকা মন্ডল আজ দুপুরবেলায় পাশের এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন।বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের ঘরে তালা বন্ধ করে চেয়ারের উপর দাঁড়িয়ে ফ্যানে দাঁড়ি ঝুলিয়ে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলে পড়ে। বিকেলে মা মনিকা মন্ডল বাড়ি ফিরলে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে প্রসেনজিৎ গলায় দড়ি দিয়ে ঝুলছে।
তাকে দ্রুত উদ্ধার করে হিঙ্গলগঞ্জ ৯ নম্বর স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে মার কাছে মোবাইল ফোন চেয়েছিল প্রসেনজিৎ গেম খেলবে বলে ,মা দিতে রাজি হয়নি। সেই অভিমানে মা বাড়ি থেকে চলে গেলে সেই সুযোগে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। ঘটনাস্থলে আছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে ।
মৃত ছাত্রের ময়নাতদন্ত হওয়ার পর পুরো বিষয়টি পরিষ্কার জানা যাবে। তবে ওই ছাত্র মোবাইলে আসক্ত হয়ে পড়েছিল সবসময় গেমে ব্যস্ত থাকতো প্রতিবেশীরা এমনটাই জানাচ্ছেন। মৃত ছাত্রের পরিবার এ বিষয়ে কোন কিছু জানাতে চাননি। পুলিশ তদন্ত শুরু করেছে মোবাইল ফোনের জন্য কি আত্মঘাতী ছাত্র? না এর পিছনে অন্য কোন ঘটনা আছে? সেটাও তদন্ত করে দেখছি হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।