রাজ্যের খবর

পথ দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট এক ব্যাক্তি, ঘটনাস্থলে বিক্ষোভ এলাকাবাসিদের

A person crushed by a bus wheel in a road accident, local residents protested at the scene

The Truth Of Bengal : ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। এরপর পুলিশের সঙ্গে তীব্র বচসা এবং ধাক্কাধাক্কি শুরু হয়। ঘটনাটি ঘটেছে ইলামবাজার থেকে বোলপুরগামী বেসরকারি বাসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, বৃহস্পতিবার একটি বেসরকারি বাস ইলামবাজার থেকে একটি বাস বোলপুরের দিকে আসছিল তখনই ওই বাসটির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আলাই শেখ, বাড়ি বোলপুরের অন্তর্গত কাশীপুর এলাকায়। সাথানিয় সূত্রে জানা যায়, বেআইনিভাবে বালি বোঝাই একটি ট্রাক্টরকে পুলিশের গাড়ি তাড়া করছিল। ঠিক তখনই পুলিশের গাড়িকে সাইড দিতে গিয়ে ওই বাসটি আলাই শেখের উপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আলাই- এর। এরপর তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ তুলতে গেলে বোলপুর থানার আইসি এবং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধাক্কাধাক্কি এবং বচসার সৃষ্টি হয়। ঘটনাস্থলে এখনও বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

Related Articles