রাজ্যের খবর

জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে দিঘায় চালু এক জোড়া স্পেশাল ট্রেন পরিষেবা

A pair of special train services launched in Digha ahead of Jagannath Temple inauguration

Truth Of Bengal রাজীব নন্দী, দিঘা: ট্রেন যাত্রীদের কাছে সুখবর। পাঁশকুড়া -দিঘা রেল লাইনে এক জোড়া স্পেশাল ট্রেনের ঘোষনা রেল কর্তৃপক্ষের। ৯ ই এপ্রিল থেকে শুরু হলো পরিষেবা।

সামনেই বাংলার নববর্ষ। তার উপর রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে ওঠা জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সব মিলিয়ে এপ্রিল থেকে দিঘায় ক্রমেই পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেল দপ্তরের কাছে এক জোড়া অতিরিক্ত বিশেষ লোকাল ট্রেন চালুর আবেদন জানিয়েছিলেন।

রেল কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দিয়ে এক জোড়া অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। যা পথচলা শুরু হবে। চলবে আগামী ৮ ই জুন ২০২৫ তারিখ পর্যন্ত। পাঁশকুড়া স্টেশন থেকে প্রতিদিন সকাল ১১ টায় ট্রেন ছাড়বে।  দুপুর ১:৫০ মিনিটে দিঘায় পৌঁছাবে।  দিঘা থেকে দুপুর ২:৫০ ছাড়বে। পাঁশকুড়ায় পৌঁছাবে বিকেল৫:৩৫ মিনিটে।সাধারণ মানুষ থেকে পর্যটক সকলে খুশি।   যেভাবে দিনে দিনে এই লাইনে যাত্রীর সংখ্যা বাড়ছে তাতে করে যাতে এই ট্রেন গুলি আগামীদিনে পরিষেবা দেয় তার আবেদন থাকবে।”

Related Articles