জেলার মুকুটে নয়া পালক, টেবিল টেনিস প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল নদিয়ার শিবাঙ্কুর
A new feather in the crown of the district, Shivankur of Nadia bagged the gold medal in the table tennis competition

Truth Of Bengal : মাধব দেবনাথ, নদিয়া : নদিয়ার পালপাড়ার বাসিন্দা শিবাঙ্কুর এর হাতে নদিয়া জেলার মুকুটে নতুন পালক।এবার সর্বভারতীয় ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল শিবাঙ্কুর। শিবাঙ্কুর পেশায় ভূ বিজ্ঞানী।
অপরদিকে ছোট থেকেই খেলাধুলায় বিশেষ আগ্রহ ছিল। ছোটবেলায় নদীয়ার চাকদহ রামলাল একাডেমি থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাস করে, পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স নিয়ে স্নাতক এবং এরপর ধানবাদ থেকে স্নাতকোত্তর পাশ করে বর্তমানে ভূ বিজ্ঞানি। তবে এই খেলায় তাকে বিশেষ করে অনুপ্রেরণা যোগায় তার স্ত্রী। বর্তমানে এই পদক পেয়ে এখন তার বাবা মা এবং স্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন শিমাঙ্কুর।
এদিন নদিয়ার পাল পাড়ায় ইন্টারনাশনাল হরিচাঁদ গুরুচাঁদ মিশনের পক্ষ থেকে শিবাঙ্কুর কে সংবর্ধনা দেওয়া হয়। শিবাঙ্কুর জানান, ২০১৮ সাল থেকে সে এই খেলার সঙ্গে যুক্ত হয়। প্রথমে হায়দ্রাবাদ এবং পরবর্তীতে জয়পুরে শিক্ষা নেওয়া হয় খেলার। তবে ভবিষ্যতে পালপাড়ায় নিজের উদ্যোগে ব্যাডমিন্টন প্রশিক্ষন কেন্দ্র তৈরী করার ইচ্ছেও প্রকাশ করেছেন শিবাঙ্কুর। তবে এখন এয়ারপোর্ট থেকে বিদেশে পাড়ি দিয়েছেন শিমাঙ্কুর।