রাজ্যের খবর

খুশির ঈদের দিনে সম্প্রীতির বার্তা নদিয়ায়

A message of harmony in Nadia on the happy Eid day

Truth Of Bengal: পবিত্র রমজান মাস শেষে এলো খুশির ঈদ। সোমবার সারা দেশের সাথে নদিয়ায় পালিত হচ্ছে খুশির ঈদ। রমজান মাসে রোজা রাখার পর ঈদের চাঁদ দেখে ঈদ উল ফিতর এর নামাজ পাঠের  মধ্যে দিয়ে পালিত হলো খুশির ঈদ।

সোমবার সকালে আনুমানিক আট টা নাগাদ ফুলিয়া পাড়া মসজিদে ঈদুল ফিতরের নামাজ পাঠ করেন ইসলাম ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষজন। আর ঈদের নামাজ পাঠের পরই সম্প্রীতির বার্তা মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

প্রসঙ্গত গত বেশ কিছুদিন যাবত সারা দেশ জুড়ে বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু মুসলিম বিভাজন চলছে। আর সেই বিভাজন কে ঘোচাতে এদিন ঈদের নামাজ পাঠের পর সম্প্রীতির বার্তা দিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এক মাস রমজানে রোজা রাখার পর  ইসলাম ধর্মালম্বীরা মাসের শেষে ঈদুল ফিতর উৎসব পালন করেন।

ঈদ কথার অর্থ হলো আনন্দ , আর ফিতর বলতে রোজার সম্প্রীতি কিংবা স্বাভাবিক অবস্থান ফিরে যাওয়ার উদ্দেশ্য। আজ এই ঈদ উপলক্ষে সকাল থেকেই মসজিদ গুলো ছিল সাজো সাজো রব। সকাল থেকেই ৮ থেকে ৮০ সকলেই নতুন জামা কাপড় পড়ে উৎসবে মেতে ওঠেন। তবে এই চিত্রটা শুধু ফুলিয়াতে নয় গোটা নদীয়া জেলা জুড়ে সাজু সাজু রব ঈদ উৎসবকে কেন্দ্র করে।

Related Articles