প্রথমে স্ত্রীকে খুন, পরে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর!
A man split his wife neck with knife then ate acid

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : নিশ্চিন্দা থানার অন্তর্গত সাপুই পাড়া রবীন্দ্রপল্লীতে গৃহবধূকে ছুরি দিয়ে গলা কেটে খুন করলেন স্বামী। খুনের পর অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। ঘটনায় তদন্তে নিশিন্দা থানার পুলিশ। মৃত স্ত্রীর নাম সমিরানী সরকার, স্বামীর নাম শম্ভু সরকার। পুলিশ স্বামী শম্ভু সরকার কে নিয়ে বেলুড় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।জানা গেছে গত তিন বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল। আজ সকালে ঝগড়ার সময় স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী সমীরানী সরকারের।পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে শম্ভু সরকারের তিনটি বিয়ে। এটি হল তার তৃতীয় স্ত্রী। তাদের উভয় পক্ষের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জানা গেছে শম্ভু সরকার ডানকুনির একটি বেসরকারি তেলের প্যাকেজিং এর ফ্যাক্টরিতে কাজ করেন।কিন্তু দীর্ঘদিন ধরে বিবাদ চলছিলো।সমীরানীর নামে থাকা ডের কাঠা জমি নিজের নামে করতে চেয়েছিলেন শম্ভু সরকার।অভিযোগ রাজী না হওয়াতেই খুনের ঘটনা ।খুনের মামলা শুরু করেছে পুলিশ।