রাজ্যের খবর

প্রেম নিবেদন তাজা গোলাপ , কাঁটা ফোটাচ্ছে গোলাপের দর

A love offering is a fresh rose, thorns are blooming the rose's price.

Truth Of Bengal : বাতাসে বয়ে প্রেম,নয়নে লাগিল নেশা। এভাবেই সম্পর্কের সুর বাঁধতে চায় প্রেমিক-প্রেমিকারা। অনেকেই বলছেন, বসন্ত জাগ্রত দ্বারে। শিমুল-পলাশ জানান দিচ্ছে প্রেমের উত্সব উদযাপনের ঘটা লেগেছে। ঠিক ধরেছেন, বিশ্বজুড়ে পালন করা হচ্ছে ভ্যালেনটাইন সপ্তাহ। সেন্ট ভ্যালেন্টাইনের ভালোবাসার জন্য জীবন উত্সর্গ করা ও আত্মত্যাগকে সম্মান জানাতে প্রতিবছরই ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। তবে অনেকেই বলেন, প্রেমের কোনও দিন নেই । বছরের যেকোনও দিন, যেকোনও সময়, যেকোনও লগ্নে প্রেম নিবেদন করা যায়। তাই ভালোবাসার মানুষকে কাছে পেয়ে আপনারা বলতেই পারেন, ‘‘ফুল ফুটুক বা নাই ফুটুক আজ বসন্ত’’।  দার্শনিকরা বলেন,ভালোবাসা হল ফুটন্ত ফুল, যার সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে। পশ্চিমী সংস্কৃতির ধারায় উঠে আসা ভ্যালেনটাইন্স সপ্তাহে রয়েছে

রাজ্যের নানা অংশের মতোই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পাঁশকুড় সহ অন্যত্র, ভ্যালেন্টাইন্স ডে-র আগে, খোলা বাজারে  গোলাপ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা পিস হিসেবে। ফুল ব্যবসায়ীরাই জানাচ্ছেন, তাঁদের ধারণা ভ্যালেন্টাইন ডে-র দিনে এই দাম ৫০ থেকে ৭০ টাকা ছুঁতে পারে

এই রোমান্টিক সপ্তাহের মাঝে আমাদের হৃদয়ে ঝড় তোলে ১৩ফেব্রুয়ারির কিস ডে বা চুম্বনের দিন। চুম্বনের মাধ্যমে যুগলরা একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস,ঘনিষ্ঠতাকে আলাদা মাত্রা দেয়। মনের কথা ঠোঁটের চুম্বনে ফুটিয়ে তুলতে কেউ কেউ কামঘন চুম্বনেও মেতে ওঠেন। যতই আমরা বলি প্লেটোনিক লাভ বা নিষ্কাম প্রেমের সম্পর্ক বজায় রাখা যায়। কিন্তু রক্তমাংসের মানুষ সম্পর্কের বাঁধন ঠিক রাখতে পারে না। আসলে হাল্কা চুম্বনের মাধ্যমে ভালোবাসা জানানোর অনন্য উপায় সত্যিই হৃদয়বান মানুষকে মুগ্ধ করে। সম্পর্কের উষ্ণতাকে যেন বাড়িয়ে তোলে। আর ফুলের মতো নিষ্পাপ ভালোবাসা নিবেদন করার জন্য গোলাপের বাহার বড় আকর্ষণীয়।তাই  ১৪ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র জন্য গোলাপ কিনছেন প্রেমিকজনরা। তাতে মোটা টাকা লাভের আশা করছে গোলাপ ব্যবসায়ীরা।