রাজ্যের খবর

হাওড়ার জঙ্গলপুরে মবিল বোঝাই লরিতে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

A lorry loaded with mobiles caught fire in Jangalpur, Howrah, three fire engines at the scene

The Truth Of Bengal: দেবাশীষ গুছাইত, হাওড়া:  হাওড়া জেলার জঙ্গলপুর ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মবিল বোঝাই লরিতে আগুন লেগে বিপত্তি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

সূত্র মারফত জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪ টে নাগাদ একটি মবিল বোঝাই লরি খিদিরপুর থেকে ধুলাগরের দিকে যাচ্ছিল হঠাৎ ওই গাড়িতে আগুন লাগে। এরপর সেই আগুন হঠাৎ লক্ষ করেন গাড়ির চালক। তৎক্ষণাৎ তিনি গাড়ি থামিয়ে দেন। এরপর দমকলয়ে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঠিক কি থেকে এই আগুন তা এখনও জানতে পারা যায়নি। তবে ২০ লিটারের জারের মধ্যে মবিল ছিল সেই কারনে আগুন এর তীব্রতা ছিল প্রচুর। তাই দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল। এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। পুরো গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles