রাজ্যের খবর

আলিপুরদুয়ারে চা বাগান থেকে খাঁচাবন্দি লেপার্ড

A leopard in a cage from a tea garden in Alipurduar

The Truth Of Bengal : প্রকাশ মণ্ডল,আলিপুরদুয়ার:- ফের কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে খাঁচাবন্দি লেপার্ড। এ বছর এ নিয়ে বাগানের একই সেকশন থেকে তিনটি লেপার্ড খাঁচা বন্দি হল। বুধবার বাগানের ৬ নম্বর সেকশনে খাঁচা বন্দি হয় লেপার্ডটি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লেপার্ডটিকে উদ্ধার করে জলদাপাড়া বনবিভাগের নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা। লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন বন্ধ বাগানের শ্রমিকেরা। কেননা বাগান বন্ধ হওয়ায় পশুপালনই হয়ে উঠেছে বন্ধ বগানের শ্রমিকদের অন্যতম প্রধান জীবিকা।

তবে অভিযোগ, প্রায় দিনই লেপার্ড এসে তাদের গবাদি পশুর ওপর হামলা চালাতো। ফলে আতংকে ছিলেন বাসিন্দারা।এরপর এদিন লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্রমিক মহল্লার বাসিন্দার। অপরদিকে, বাগান বন্ধ থাকায় তা ভরে গিয়েছে আগাছায়, যা লেপার্ডের আদর্শ বাসস্থানে পরিণত হয়েছে বলে বনদফতর তরফে জানানো হয়।

Related Articles