আনন্দযাত্রা পরিণত হলো শোকে, দার্জিলিং ট্যুরে গিয়ে মৃত্যু দক্ষিণ ২৪ পরগনার ব্যক্তির
A joyous journey turns into mourning, a man from South 24 Parganas dies while on a Darjeeling tour

Truth of Bengal: বহুদিনের স্বপ্ন ছিল পরিবারের সঙ্গে দার্জিলিং ভ্রমণের। সেই স্বপ্ন পূরণ করতে প্রথমবার পাহাড়ে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার অমিয়নাথ ঘোষ। কিন্তু সেই আনন্দযাত্রা দুঃস্বপ্নে পরিণত হলো। বেড়ানোর প্রথম রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তাঁর।
গত ২৮ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার তিনটি পরিবার মিলে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেয়। তাঁদের মধ্যে ছিলেন অমিয়নাথবাবুও। মোট ৯ জনের দলে প্রথমে কালিম্পং ঘোরা হয়, তারপর তাঁরা দার্জিলিং পৌঁছন। সারা দিন দার্জিলিংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যায় হোটেলে ফেরেন সবাই। খাওয়া-দাওয়া সেরে ঘুমাতে যাওয়ার পরই ঘটে মর্মান্তিক ঘটনা।
অমিয়নাথবাবুর বন্ধু রূপম সরকার বলেন, “রাত সাড়ে ১০টা নাগাদ হঠাৎ ওদের ঘর থেকে চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি, অমিয় ছটফট করছে। তাঁর স্ত্রী ও মেয়ে আতঙ্কে কাঁদছেন। দ্রুত হোটেলের রিসেপশনে ফোন করে গাড়ির ব্যবস্থা করি এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষরক্ষা হয়নি।”
পরিবারের দাবি, প্রবল ঠান্ডার কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অমিয়নাথবাবুর। তিনি আগে থেকেই হৃদরোগের রোগী ছিলেন এবং ওপেন হার্ট সার্জারি হয়েছিল।
এই আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার। আনন্দের যাত্রা মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জিটিএ-র তরফ থেকে সাহায্য মিলেছে বলে জানিয়েছেন রূপমবাবু। তড়িঘড়ি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে শোকস্তব্ধ পরিবার।