রাজ্যের খবর

তীব্র গরমে স্বস্তির খোঁজে হাতির পাল

A herd of elephants seeking relief in the intense heat

The Truth Of Bengal :  তীব্র তাপ্রবাহে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গে তুলনায় উত্তরবঙ্গের কিছুটা কম তাপমাত্রা হলেও প্রচণ্ড গরমে নাজেহাল সকলে। বাদ নেই পশুরাও। চিড়িয়াখানায় পশুদের জন্য নানা ব্যবস্থা করা হচ্ছে। সারাদিন কয়েকবার জল ছেটানো হচ্ছে। জঙ্গলের পশুদেরও অবস্থা কাহিল। গরম থেকে বাঁচতে সেই পশুরা নিজেরাই নিজেদের ব্যবস্থা করছে। তীব্র গরমে স্বস্তি পেতে তিস্তা ক্যানেলের জলই ভরসা বন্যপ্রাণীদের।

জলপাইগুড়ি জেলার বৈকুন্ঠপুর ডিভিশনের গাজোলডোবা যাওয়ার পথে আছে তিস্তা ক্যানেলে। সেখানে এক সঙ্গে একাধিক হাতিকে দেখা গেল স্নান করতে। প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি পেতে তিস্তার জলে নামতে দেখা যায় ওই হাতির পালকে। এক সঙ্গে এতগুলি হাতি দেখতে পেয়ে খুশি পর্যটকরা। এত হাতি দেখতে পেয়ে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে। খুশি হন পর্যটকরা। দীর্ঘক্ষণ তিস্তা ক্যানেলের জলে স্নান করার পর বৈকুন্ঠপুর জঙ্গলে ফিরে যায় হাতির দল।

বন্যপ্রাণীদের কেউ যেন বিরক্ত না করে তার জন্য নজরদারি রাখা হয়েছিল বনদফতরের পক্ষ থেকে। জঙ্গলে বড় বড় গাছপালার জন্য ছায়া থাকলেও স্বস্তি পাচ্ছে না বন্যপ্রাণীরা। তাই মানুষের মতো স্বস্তির খোঁজে প্রাণীরাও। বন্যপ্রাণীদের কাছে জল ছাড়া আর কিছু ভরসা নেই। তাই বিভিন্ন জলাশয়ে নামতে দেখা যাচ্ছে প্রাণীদের। মঙ্গলবার গাজোলডোবায় হাতির পালকে দেখা গেল জলে ডুবে স্নান করতে।

Related Articles