রাজ্যের খবর
হাতির পাল লোকালয়ে চালাচ্ছে তাণ্ডব, দেখুন সেই ছবি
A herd of elephants is running rampant in the locality, see the picture

The Truth Of Bengal : ফের লোকালয়ে হাতির হানা। এবার ঝাড়গ্রামের চিঁচিড়া গ্ৰামে তান্ডব হাতির। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুত্রের খবর, বৃহস্পতিবার হাতির দল আচমকাই হানা দেয় জামবনি রেঞ্জের চিচড়া বিটের চিঁচিড়া গ্ৰামে। এরপর গ্ৰামের ভেতরে ঢুকে পড়লে অত্যন্ত আতঙ্কিত হয় এলাকাবাসীরা। হাতি দেখে কেউ ছাদের উপর উঠে পড়ে আবার কেউ ভয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসীরা তৎক্ষনাৎ বনদপ্তরে খবর দেয়।
কিছুক্ষনের মধ্যেই গ্রামে উপস্থিত হয় বনদপ্তরের কর্মীরা। অবশেষে তাঁদের তৎপরতায় হাতিগুলোকে জঙ্গলে পাঠানো সম্ভব হয়। তবে বারংবার এইভাবে হাতির তাণ্ডবে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।