দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু পাঁশকুড়ার স্বর্ণ ব্যবসায়ী
A gold merchant of Panshkura was shot dead by miscreants

The Truth Of Bengal : বাড়ি ফেরার পথে ‘খু*ন’ পূর্ব মেদিনীপুর এক স্বর্ণ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানা এলাকার উত্তর জিয়াদা গ্রামে। ৬ নম্বর জাতীয় সড়ক ধরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সমীর পড়িয়া নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। সঙ্গে ছিল সোনা ভর্তি ব্যাগ। নগদ টাকা পয়সাও ছিল সঙ্গে। সেই সময় মাঝ রাস্তায় একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর। ব্যবসায়ীকে গুলি করে তাঁর সোনা ও টাকা-পয়সা ছিনতাই করে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। কোলাঘাট থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান।
জাতীয় সড়কের উপর পুলিশের যে পেট্রোলিং ভ্যান বা টহলদারির গাড়িগুলি রয়েছে, সেগুলিকে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে। ৯টা নাগাদ ওই ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়েই সুযোগ বুঝে চড়াও হয় দুষ্কৃতীদের দল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন জন দুষ্কৃতী হামলা করেছিল ওই ব্যবসায়ীর উপর।