রাজ্যের খবর

নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ল একটি চার চাকার গাড়ি, মৃত ২

A four-wheeler lost control and fell into the Teesta river, killing 2

The Truth Of Bengal : কালিংপঙের লিকুভি এ নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ল একটি চার চাকা গাড়ি। এই ঘটনায় মৃত্যু দুজনের। মৃতদের নাম বিশাল ছেত্রী ও থুপদেন ভুটিয়া। দুজনেই সিকিমের বাসিন্দা। জানা গিয়েছে যে এদিন এদিন চার চাকা গাড়ি করে দুজন শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্যে যাচ্ছিল।

সেই সময় লিকুভি এ নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায় গাড়িটি। এবং গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় তিস্তা ফাঁড়ির পুলিশ ও তিস্তার রঙ্গিত রেসকিউ টিম। এরপর ক্রেনের সাহায্য গাড়িটিকে তিস্তা নদী থেকে তোলা হলে গাড়িটির ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অপরদিকে এই দুর্ঘটনা কারণে বিশ কিছু NH 10 এ যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

FREE ACCESS

Related Articles