রাজ্যের খবর
দীর্ঘ ২৬ বছর পর, পাঁচ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের কান্দিতে
A five-day book fair was held at Kandi in Murshidabad

The Truth Of Bengal : বুধবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বইমেলা ২০২৪-এ এর উদ্বোধন করা হলো কান্দির হ্যালিফক্স মাঠে। দীর্ঘ ২৬ বছর পরে এই বইমেলার আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত ও কান্দি পৌরসভার পুরো পিতা জয়দেব ঘটক। কান্দি পৌরসভার উদ্যোগে বিভিন্ন বইয়ের ষ্টল নিয়ে শীতের মরশুমে এই বইমেলার আয়োজন করা হয়।
চলবে যা পাঁচ দিন ধরেই। দীর্ঘ ২৬ বছর পর এই মেলা মুর্শিদাবাদের কান্দি শহরে পুনরাই করতে পেরে, কান্দির বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী সহ, সমগ্র তৃণমূল কংগ্রেস পরিবারকে।
FREE ACCESS