বাগদেবীর আরাধনায় ভিন্ন প্রতিমা, শিক্ষকের হাতে গড়া কলাপাতার অভিনব সরস্বতী প্রতিমা
A fancy Saraswati idol made of banana leaves by the teacher

Bangla Jago Desk : দুর্গাপুজো ও কালী পুজোয় এখন থিমের জোয়ার। নানা ধরনের মণ্ডপ হলেও আলাদা করে নজর কাড়ে ভিন্ন আঙ্গিকের প্রতিমা। পিছিয়ে থাকবে কেন সরস্বতী পুজো? এবার বাগদেবীর প্রতিমায় নতুনত্বের ছোঁয়া। সাম্প্রতিক কালে নানা সামগ্রী দিয়ে প্রতিমা তৈরির চল বেড়েছে। সরস্বতী পুজোয়ও ভিন্ন ধরনের প্রতিমা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে নজর কাড়তে চলেছে কলাপাতার তৈরি প্রতিমা।
এমন প্রতিমা বানিয়েছেন পূর্ব বর্ধমানের রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠের শিক্ষক তপন দাস। প্রতিমার উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি। একটা নতুন কিছু করার তাগিদ থেকে এই কাজ করেছেন শিল্পী। সেই সঙ্গে পড়ুয়ারাও উৎসাহ দেওয়ায় কলাপাতার প্রতিমা বানানোয় জোর পান শিখল তপন দাস। এখন প্লাস্টিক, থার্মোকলের ব্যবহার বেড়েছে। তাতে দূষিত হচ্ছে পরিবেশ। অতীত দিনে কলাপাতায় খাওয়ার চল ছিল। এখন সেই চল উঠে গিয়েছে।
পরিবেশ রক্ষায় জোর দেওয়ার জন্য কলাপাতা দিয়ে প্রতিমা বানিয়েছেন বলে জানিয়েছেন শিল্পী তথা শিক্ষক তপন দাস। শিক্ষকতার পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত শিক্ষক তপন দাস। সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন তিনি। সেই ভাবনা থেকেই এবার কলাপাতার প্রতিমা গড়েছেন তিনি। ৬৩ দিনের চেষ্টায় কাজ শেষ করেন। এওখন সেই প্রতিমা দেখে সবাই মুগ্ধ। শিক্ষকের হাতে তৈরি কলাপাতার প্রতিমায় পুজো হবে স্কুলে। অভিনব প্রতিমা সামনে রেখে আরাধনায় মেতে উঠবে পড়ুয়ারা।
FREE ACCESS