গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক প্রতিবন্ধী উচচমাধ্যমিক পরীক্ষার ছাত্রী, শোকের ছায়া এলাকায়
A disabled higher secondary examination student who committed suicide by hanging a noose,is in the shadow of grief

The Truth Of Bengal :শুক্রবার সন্ধেবেলায় নিজের ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী । ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের নরসিংপুর এলাকায় । নিহত ছাত্রীর নাম আকলেমা বেগম । সে বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন । উল্লেখ্য , সে কানে শোনেনা এবং কথাও বলতে পারে না।
পরিবার সূত্রের দাবি , শুক্রবার বিকেল ৫:৩০ টা নাগাদ নিজের ঘরে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলো নিহত ছাত্রী। কিছুক্ষণ বাদে তার ভাই ঘর থেকে টাকা আনতে গেলে দেখে দরজা বন্ধ আছে। আর তাতেই সন্দেহ হয় তার । তারপর তার ভাই দেয়ালের ওপর দিয়ে উকি মারলে দেখে ঘরের ফ্যানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছে তার দিদি । এরপরেই পুলিশ খবর পেয়ে দাওয়া হয় । ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।
এদিন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষে মৃত ছাত্রী আকলেমা বেগম এর স্মৃতির উদ্দেশ্যে খগেনহাট উচ্চ বিদ্যালয় স্মরণ সভার আয়োজন করে । এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এক মিনিট নীরবতা পালন করেন পরীক্ষার্থী এবং শিক্ষকরা ।
Free Access