রাজ্যের খবর

বান্ধবীর সঙ্গে গঙ্গায় স্মান করতে গিয়ে চলে গেলো ফুটফুটে প্রাণ

A cute girl passed away while paying her respects in the Ganges with her friend.

Truth of Bengal: বাড়ি থেকে বান্ধবীর সঙ্গে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ানে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইশিকাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম ইসিকা খাতুন। বাড়ি সামসেরগঞ্জের ১৫ নম্বর ওয়ার্ড ফিল্ডপারা। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পরশুশনা করতো।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বড় মেয়েকে বাড়িতে দাদু, দিদাদের কাছে রেখেই এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন ইশিকা খাতুনের মা। বেলা বাড়তেই বান্ধবীদের সঙ্গে নদীতে স্নান করতে যায় সে। কিন্তু স্মান করতে গিয়ে মুহূর্তেই তলিয়ে যায় ওই ছাত্রী। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান। যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করতে সক্ষম হলেও বাঁচানো যায়নি তাকে।

তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইশিকা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্কুল ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

Related Articles