পশ্চিম মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন অগ্নিদগ্ধ হয়ে মৃত এক শিশু
A child died due to the devastating fire at Gate Bazar in West Midnipur

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই পাঁচটি দোকান। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক শিশুর! ঘটনাকে ঘিরে তীব্র চঞ্চল্য।
জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎই বিধ্বংসের আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাজারের মধ্যে থাকা পাঁচ থেকে ছয়টি দোকান। আগুন লাগার খবর পেয়েই ছুটে আসে এলাকার মানুষ। সে সময় একটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে লাগে এক শিশুর গায়ে। শিশুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা গ্রামের মৃত বলে ঘোষণা করে তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন। এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। তবে শিশুটি র মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। গোটা এলাকায় নিস্তব্ধতা। রাতের অন্ধকারে আগুন লাগার ঘটনা ঘটায় তাড়াতাড়ি নেভানো যায়নি। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি।