রাজ্যের খবর

শিলিগুড়ির অলংকারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য, গ্রেফতার ৩

A case of theft at a jewelry shop in Siliguri has created a stir, 3 people have been arrested

Truth of Bengal: শিলিগুড়ির ভবেশ মোড় সংলগ্ন এলাকায় অলংকারের দোকানে চুরির ঘটনায় চুরির সামগ্রী সহ দুজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম সঞ্জয় রায়, ওরফে লাদেন এবং রিজু বিশ্বাস। ধৃত দুজনেই শিলিগুড়ির শান্তিপাড়ার বাসিন্দা।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর মাসের ৫ তারিখ ভবেশ মোড় সংলগ্ন এলাকায় একটি অলংকারের দোকানে চুরির ঘটনা ঘটে। এরপরেই দোকানের মালিক শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। এবং গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরির সামগ্রী সহ শান্তিপাড়া থেকে দুজনকে গ্রেফতার করা করে পুলিশ। ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এই চুরির ঘটনায় তারাই জড়িত। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Related Articles